

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁও -১ আসনের মনোনয়ন ফ্রম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলওয়ার হোসেন। এবারের নির্বাচনে আসনটিতে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে দেলওয়ারের হয়ে নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফ্রম সংগ্রহ করেন মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ।
ঠাকুরগাঁও-১ আসনে এখন পর্যন্ত মনোনয়ন ফ্রম সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত মনোনীত প্রার্থী দেলওয়ার হোসেন।
এ বিষয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ বলেন, আমরা আজ মনোনয়ন সংগ্রহ করেছি। এবং আমরা শক্ত প্রতিদ্বন্দ্বীতা নিয়ে তেমন কিছু মনে করছিনা। আমরা মনে করছি এটি একটি ভোটের মাঠ। এবারের নির্বাচনে কোন শঙ্কা দেখছি না। আমরা প্রত্যাশা করি বর্তমান সরকার আমাদের একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন উপহার দিবেন।
মন্তব্য করুন
