বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় নাগরিককে আটক করল বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
ভারতীয় নাগরিককে আটক করল বিজিবি
expand
ভারতীয় নাগরিককে আটক করল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশেরদায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭বিজিবি)।

আটককৃত ভারতীয় নাগরিকের নাম এম বাবু(৪৫)।তিনি মুর্শিদাবাদ জেলার সারগাছি আশ্রম গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

বিজিবি জানায়,বুধবার আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ডিগ্রীরচর নামক স্থানে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এসময় নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টহলদল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এম বাবু নামের এক ভারতীয় নাগরিককে আটক করে। এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে আনুমানিক মূল্য ৭ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। আটক ভারতীয় নাগরিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X