বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-৬ আসনে মনোনয়ন নিলেন আমিন উর রশিদ ইয়াছিন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
মনোনয়ন নিলেন আমিন উর রশিদ ইয়াছিন
expand
মনোনয়ন নিলেন আমিন উর রশিদ ইয়াছিন

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করায় এই আসনে আলোচনা জোরদার হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ইয়াছিনের পক্ষে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ দলের কয়েকজন নেতা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় বিএনপি নেতা এস এ বারী চৌধুরী সেলিম, আতাউর রহমান ছুট্রি, মাহাবুব চৌধুরী ও মহানগর বিএনপির নেতা খলিলুর রহমান বিপ্লব উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম নেওয়ার পরপরই কুমিল্লা-৬ আসনে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়—দলীয় মনোনয়ন না পেলেও ইয়াছিন কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে নামছেন?

এর আগে বিএনপি থেকে এই আসনে মনিরুল হক চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দেওয়া হয়। গত বুধবার রাতে তাঁর হাতে মনোনয়নের চিঠি পৌঁছে দেওয়া হয়। তারও আগে, ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করেছিলেন।

দলীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরেই নগরীতে আলোচনা চলছিল—আমিন উর রশিদ ইয়াছিন দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারেন।

ইয়াছিনের ঘনিষ্ঠ কয়েকজন জানান, আপাতত তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে ফরম জমা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X