

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জ–৫ (নিকলী–বাজিতপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে বাজিতপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, বিএনপির মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকাল থেকে বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে রেলপথ অবরোধ শুরু করেন ইকবাল সমর্থকরা। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেন। এতে অন্তত এক ঘণ্টা ট্রেন চলাচলের সময়সূচি বিপর্যস্ত হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
বিক্ষোভকারীরা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শেখ মজিবুর রহমান ইকবালকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা একজন ত্যাগী নেতাকে বাদ দিয়ে হঠাৎ করে নতুন যোগ দেওয়া একজনকে মনোনয়ন দেওয়া অগ্রহণযোগ্য।
সরারচর রেলস্টেশনের স্টেশন মাস্টার রতিশ বিশ্বাস জানান, সকাল থেকে অবরোধের কারণে ট্রেন চলাচল ব্যাহত ছিল। দুপুর ৩টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। এরপর বুধবার সকালে কিশোরগঞ্জ–৫ (নিকলী–বাজিতপুর) আসনে দীর্ঘদিনের বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে দলের মনোনয়ন দেওয়া হয়।
এ সিদ্ধান্তকে ‘হঠাৎ ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ইকবাল সমর্থকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নামেন। তারা জানান, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামী ২৬ ডিসেম্বর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অবরোধ চলাকালে এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
