বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর-২ আসনে জামায়াতের প্রার্থী হোসেন আলীর মনোনয়নপত্র উত্তোলন

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
জামায়াতের প্রার্থী হোসেন আলীর মনোনয়নপত্র উত্তোলন
expand
জামায়াতের প্রার্থী হোসেন আলীর মনোনয়নপত্র উত্তোলন

গাজীপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর থেকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আবু সাঈদ মোহাম্মদ ফারুক, গাজীপুর-২ সংসদীয় আসনের পরিচালক ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বায়তুল মাল সেক্রেটারি মাওলানা শাখাওয়াত হোসাইন, মোঃ রফিকুল ইসলাম, সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ সাদিকুজ্জামান খানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয়। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমে সাফল্য, দেশ ও জাতির কল্যাণ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X