

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেশের প্রখ্যাত মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে নিরলস চিকিৎসাসেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকায় করিমগঞ্জ ও তাড়াইল এলাকায় তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে সুপরিচিত। দলীয় সূত্রে জানা গেছে, তিনি এ দুই উপজেলায় মোট ৬২টি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছেন, যেখানে প্রায় ২৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। পাশাপাশি শতাধিক দরিদ্র মানুষের চোখে আলো ফিরিয়ে দিতে বিনামূল্যে ছানি অপারেশন করিয়েছেন। আগামী মাসে আরও অন্তত ১৩০ জন রোগীর জন্য ফ্রি ছানি অপারেশন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এছাড়া শিশুদের জন্য ফ্রি খতনা ক্যাম্প আয়োজন করেও তিনি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
১৯৯৮ সালে এফসিপিএস সম্পন্ন করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর কার্ডিওলজি বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। জার্মানি ও আফ্রিকাসহ দেশে-বিদেশে দীর্ঘ ২৬ বছর সামরিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও চিকিৎসাসেবা দেন। ২০১৪ সালে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। বর্তমানে তিনি ঢাকার ইবনে সিনা কার্ডিয়াক সেন্টারে স্বল্পমূল্যে হৃদরোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান বলেন, আমি রাজনীতিতে এসেছি ক্ষমতার জন্য নয়, দায়িত্ববোধ থেকে। চিকিৎসক হিসেবে মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছি। সংসদে গিয়ে সেই মানুষগুলোর অধিকার ও ন্যায্যতার কথা বলতেই এই পথচলা।
তিনি আরও বলেন, চিকিৎসার মতো রাজনীতিও আমার কাছে ইবাদত। মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করাই আমার লক্ষ্য।
মন্তব্য করুন
