বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে পৌনে ৪ লাখ টাকার ভারতীয় গাঁজাসহ আটক ২

মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
গাজা
expand
গাজা

হবিগঞ্জের মাধবপুরে ১০০ কেজি ভারতীয় গাঁজা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৭০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, ৫৫ বিজিবি'র অধীনস্থ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল বুধবার দিবাগত রাত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা- সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় বিশেষ টহল পরিচালনার সময় পণ্যবাহী একটি ট্রাক আসতে দেখে সিগন্যাল দিয়ে থামানো হয়।

পরবর্তীতে গভীর রাতে ট্রাকে করে গরুর খাবার (খড়) পরিবহনের বিষয়টি সন্দেহ হলে ট্রাকের ভেতরে তল্লাশির করে খড়ের ভেতরে বস্তায় করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ঘটনাস্থল থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজাসহ হাতেনাতে দুজন আসামীদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো: নজরুল ইসলাম (৩৭) এবং একই উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে রহমত আলী (৪৩)।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি'র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় গাঁজাসহ আসামীদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় সোপর্দ করার করা হয়েছে।

এছাড়াও বলেন, পাশাপাশি অন্যান্য চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রকে শক্ত হাতে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X