বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় পরীক্ষাকক্ষে প্রকাশ্যে নকল, তদন্তে নামল প্রশাসন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
শিক্ষকদের সামনে প্রকাশ্যে বই-খাতা খুলে উত্তর লেখার অভিযোগ
expand
শিক্ষকদের সামনে প্রকাশ্যে বই-খাতা খুলে উত্তর লেখার অভিযোগ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় শিক্ষকদের সামনে প্রকাশ্যে বই-খাতা খুলে উত্তর লেখার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

তিন সদস্যের এই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেনকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন সদর দক্ষিণ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শামীম ইকবাল ও উপজেলা আইসিটি কর্মকর্তা রিয়াজ উদ্দিন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলার ইউএনও সুজন চন্দ্র রায়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরীক্ষাকক্ষে শিক্ষার্থীরা নির্বিঘ্নে বই-খাতা খুলে পরীক্ষার খাতায় লিখছেন। প্রায় আড়াই মিনিটের ওই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষাকেন্দ্রের।

মাদরাসা সূত্রে জানা গেছে, সেখানে ফাজিল স্নাতক (অনার্স) প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত পরীক্ষা চলছিল। গত রবিবার (২১ ডিসেম্বর) প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষায় ৪৪ জন শিক্ষার্থী অংশ নেন।

পরীক্ষা কেন্দ্র নিজ প্রতিষ্ঠানে হওয়ায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাই শিক্ষার্থীদের বই খুলে লেখার সুযোগ করে দেন বলে অভিযোগ ওঠে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি শিক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র ফি বাবদ ৫০০ টাকা এবং পরীক্ষায় অসদুপায়ের সুযোগ করে দেওয়ার কথা বলে আরও ৬০০ টাকা প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আদায় করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, কমিটির কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষকে নোটিশ দেওয়া হবে। সব তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X