

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শহীদ ওসমান হাদিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও উল্লাস করার অভিযোগে মনমোহন রায় নামের এক ছাত্রকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
রবিবার (২১ ডিসেম্বর) অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এ আদেশ আজ থেকেই কার্যকর হবে। বহিষ্কার হওয়া মনমোহন রায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে। তিনি টেকনোলজি-পাওয়ার বিভাগের ছাত্র।
স্থানীয়রা জানায়, গত বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে তিনি পোস্ট করেন ‘হেডশর্ট ডান মেডিকিট নিয়ে আর কতক্ষণ’।
এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ২১ ডিসেম্বর বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যক্ষ ওয়াদুদ মন্ডলের কাছে অভিযুক্ত শিক্ষার্থীর বহিষ্কারের দাবি জানান আন্দোলনকারীরা। এই দাবির কয়েক ঘণ্টা পর মনমোহন রায়ের বহিষ্কার আদেশ দেওয়া হয়। বহিষ্কারের বিষয়টি পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
