

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বায়েজিদ বোস্তামী (২৪) নামে একজন জামায়াত ইসলামীর কর্মীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। সে নওশের বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার সকালে যৌথবাহিনী বায়েজিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বাড়ির খড়ের গাদার মধ্যে লুকিয়ে রাখা একটি বিদেশি মরিচাপড়া পিস্তল ও ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়। বিকেলে অবৈধ আগ্নেয়াস্ত্রের অভিযোগে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের জানান, বায়েজিদ আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি জামায়াতের সঙ্গে যোগ দিয়েছেন। সামাজিক বিরোধের কারণে প্রতিপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে তিনি দাবি করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বায়েজিদ সম্প্রতি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হলেও এর আগে বিএনপি এবং ৫ আগস্টের আগে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল। মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানিয়েছেন, বায়েজিদের সব দলের সঙ্গে সম্পর্ক ছিল এবং বর্তমানে তিনি জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন।
মন্তব্য করুন
