বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবকে ‘ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র’ঘোষণা করল ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত ‘প্রধান মিত্র’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরের সময় তিনি এ ঘোষণা দেন।

বুধবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুবরাজের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প মন্তব্য করেন, সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে নন-ন্যাটো প্রধান মিত্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আমরা সামরিক সহযোগিতাকে আরও উন্নত স্তরে নিয়ে যাচ্ছি। এটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সিদ্ধান্ত আসে দু’দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর। সৌদি আরবের গণমাধ্যম এই চুক্তিকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে—যা যৌথ প্রতিরক্ষা সহযোগিতা মজবুত করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের প্রতিশ্রুতি প্রতিফলিত করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন