মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছোট্ট মেয়ের মিষ্টি দৃষ্টিতে থেমে গেলো ডাকাতি, ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩০ এএম আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম
হঠাৎ মেয়েটি ডাকাতের দিকে ললিপপ বাড়িয়ে দেয়
expand
হঠাৎ মেয়েটি ডাকাতের দিকে ললিপপ বাড়িয়ে দেয়

এক ছোট্ট মেয়ের সরল আচরণের কারণে এক সশস্ত্র ডাকাতই তার ডাকাতি থামিয়ে দেয়।

মেয়েটি তার হাতে থাকা ললিপপটি দেখালে, ডাকাত অবাক হয়ে টাকা-পয়সা ফেরত দেয় এবং মেয়েটির মাথায় চুমু দিয়ে চলে যায়।

এই ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি পাকিস্তানে ঘটেছে বলে জানা গেছে, তবে সুনির্দিষ্ট এলাকা এখনও নিশ্চিত নয়।

ভিডিওতে দেখা যায়, দোকানের কাউন্টারের পেছনে বসে আছেন দোকানদার এবং তার চার বা পাঁচ বছরের কন্যা।

সেই সময় এক সশস্ত্র ব্যক্তি দোকানে ঢুকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

হঠাৎ মেয়েটি ডাকাতের দিকে ললিপপ বাড়িয়ে দেয়। এ নীরব, সরল আচরণের কারণে ডাকাতের মন মুহূর্তেই পরিবর্তিত হয়।

সে দোকানদারের কাছ থেকে নেওয়া টাকা ও ফোন ফেরত দিয়ে মেয়েটিকে স্নেহ দেখায় এবং মাথায় চুমু দেয়। এরপর কারও ক্ষতি না করে দোকান ছেড়ে চলে যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা মন্তব্য করেছেন, “এক শিশুর নিষ্পাপ হৃদয় কখনও কখনও অন্ধকারতম মনকেও আলোকিত করতে পারে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন