শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
expand
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য আলোচনা আর চালিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১ নভেম্বর) আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কানাডায় সম্প্রতি প্রচারিত একটি রাজনৈতিক বিজ্ঞাপনকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ওই বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করা হয়েছিল।

শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, “কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিজ্ঞাপনটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এখন আর আলোচনায় ফেরার কোনো সুযোগ নেই। আমি তাকে পছন্দ করি, তবে তারা যা করেছে, সেটা একেবারেই অনুচিত ছিল। বিজ্ঞাপনটি বিভ্রান্তিকর ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন।”

অন্যদিকে, এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগেও গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপন ইস্যুকে কেন্দ্র করে কানাডার সঙ্গে চলমান আলোচনায় বিরতি টানেন এবং দেশটির পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

অন্টারিও প্রদেশ সরকারের উদ্যোগে তৈরি করা ওই প্রচারণামূলক বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের এক ভাষণের অংশ উদ্ধৃত করা হয়। সেখানে বলা হয়, বিদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে বাণিজ্য যুদ্ধ সৃষ্টি হয় এবং কর্মসংস্থান হ্রাস পায়।

বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন এবং সেটিকে “ভুয়া প্রচারণা” বলে আখ্যা দেন।

আল জাজিরার তথ্য অনুযায়ী, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের রাজনৈতিক দল রিগানের পুরোনো ভাষণ থেকে এক মিনিটের একটি ক্লিপ ব্যবহার করে বিজ্ঞাপনটি তৈরি করেছিল। যদিও ব্যবহৃত উদ্ধৃতিগুলো রিগানের মূল বক্তব্য থেকেই নেওয়া হয়েছিল।

বিতর্ক তীব্র হলে প্রিমিয়ার ডগ ফোর্ড বিজ্ঞাপন প্রচার সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেন এবং জানান, দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী কার্নি পরে মন্তব্য করেন, “আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি।”

ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার বৃহত্তম বাণিজ্য অংশীদার। দেশটির মোট রপ্তানির প্রায় তিন-চতুর্থাংশই যায় যুক্তরাষ্ট্রে। কিন্তু সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও বাণিজ্যিক পদক্ষেপের কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, আলোচনার এই স্থবিরতা উত্তর আমেরিকার আঞ্চলিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে অটোমোবাইল ও কৃষি খাতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন