শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিশুদের সঙ্গে হ্যালোইন উৎসবে মাতলেন ডোনাল্ড ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে অনুষ্ঠিত বার্ষিক হ্যালোইন ট্রিক-অর-ট্রিট উৎসবে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন। তারা শিশুদের চকলেট, খেলনা ও নানা উপহার সামগ্রী বিতরণ করেন। খবর প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

পাঁচদিনের এশিয়া সফর শেষ করে বৃহস্পতিবার দেশে ফিরে ট্রাম্প দম্পতি অনুষ্ঠানে যোগ দেন। হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাজ-সাজ রব ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে শিশুদের পোশাক ছিল দারুণ বৈচিত্র্যময়—কার্টুন চরিত্র, সিনেমার নায়ক, এমনকি ট্রাম্পের নিজস্ব পোশাকেও দেখা গেছে তাদের।

ট্রাম্প দম্পতি শিশুদের সঙ্গে হ্যালোইন আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি অটোগ্রাফ দিয়েছেন। শিশুদের জন্য আয়োজন করা প্রতিটি কার্যক্রমে ফুটে উঠেছে উৎসবের উচ্ছ্বাস ও রঙিন আবহ।

এই বিশেষ অনুষ্ঠানে শুধু সাধারণ দর্শক নয়, উপস্থিত ছিলেন সেনাবাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রশাসনের পরিবারের সন্তানরাও। শিশুদের জন্য আয়োজন করা হয় নানা ধরনের পুতুল, খেলনা, বড় কুমড়োর ফটো জোন এবং বিভিন্ন আধুনিক ও ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে।

প্রতিবছর ৩১ অক্টোবর পালিত হয় হ্যালোইন উৎসব। যদিও বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়, পশ্চিমা বিশ্বে এই উৎসবটি জাঁকজমক এবং উদ্দীপনার সঙ্গে পালন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন