শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এটিএম মেশিনই তুলে নিয়ে গেল চোর 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম
expand
এটিএম মেশিনই তুলে নিয়ে গেল চোর 

যুক্তরাজ্যের মিল্টন কেইন্স শহরে এমন চুরির ঘটনা ঘটেছে যা যেন কোনো সিনেমার দৃশ্যের মতো। চোরের দল পুরো এটিএম মেশিনটি ভেঙে তুলে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে ব্রুকল্যান্ডস স্কয়ারের এক সুপারমার্কেটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে চুরির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ঘটনাটি একটি ব্যক্তি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, মুখোশধারী কয়েকজন ব্যক্তি একটি গাড়ি এবং ভারী নির্মাণযন্ত্র টেলিহ্যান্ডলার ব্যবহার করে মার্কেটের সামনে আসে। এরপর তারা দেয়াল ভেঙে এটিএম মেশিনটি তুলে গাড়িতে চাপিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, চুরির সময় মার্কেটের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় টহল জোরদার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন