

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ চীন সাগরে একই দিনে মাত্র আধঘণ্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। সৌভাগ্যক্রমে, উভয় উড়োজাহাজের পাঁচজন ক্রু সদস্যই জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমন তথ্য জানিয়েছে।
মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের বরাতে জানানো হয়, ইউএসএস নিমিৎজ নামের বিমানবাহী রণতরী থেকে রোববার বিকেলে উড্ডয়ন করা এফ/এ-১৮এফ “সুপার হর্নেট” যুদ্ধবিমান এবং এমএইচ-৬০আর “সি হক” হেলিকপ্টার কিছু সময়ের ব্যবধানে দুর্ঘটনার শিকার হয়।
ফ্লিটের বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে এবং যুদ্ধবিমানের দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পাঁচজনই বর্তমানে সুস্থ ও স্থিতিশীল অবস্থায় আছেন।
দুটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউএসএস নিমিৎজ বর্তমানে তার শেষ অভিযানে অংশ নিচ্ছে। পুরো গ্রীষ্মকাল মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনের পর এটি ওয়াশিংটন অঙ্গরাজ্যের কিটস্যাপ নৌঘাঁটিতে ফেরার পথে ছিল।
রয়টার্স জানায়, ইয়েমেনের হুতি বাহিনীর বাণিজ্যিক জাহাজে হামলার পর মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে রণতরীটিকে ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।
উল্লেখ্য, মার্কিন নৌবাহিনীর রণতরীতে এ ধরনের দুর্ঘটনা এর আগেও ঘটেছে। কয়েক বছর আগে ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান-এ একাধিক অনুরূপ ঘটনা ঘটেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন
