বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম পরিচয় নিয়ে দৃঢ় অবস্থানে নিউইয়র্কের মেয়রপ্রার্থী মামদানি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ পিএম
নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস মসজিদের বাইরে বক্তব্য দিচ্ছেন ডেমোক্র্যাট মেয়রপ্রার্থী জোহরান মামদানি। ছবি: সংগৃহীত
expand
নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস মসজিদের বাইরে বক্তব্য দিচ্ছেন ডেমোক্র্যাট মেয়রপ্রার্থী জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

বিরোধীদের বর্ণবাদী আক্রমণের জবাবে বললেন, “এবার আমি আলোয় নিজের পরিচয় খুঁজব”

নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়রপ্রার্থী জোহরান মামদানি সাম্প্রতিক সময়ে একের পর এক ইসলামফোবিক মন্তব্যের মুখে পড়েছেন। বিরোধী প্রার্থী ও তাদের সহযোগীদের নানা কটাক্ষের জবাবে তিনি বলেন, এসব আক্রমণ তাকে মুসলিম পরিচয় আরও দৃঢ়ভাবে ধারণ করতে অনুপ্রাণিত করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) ব্রঙ্কসের এক মসজিদের বাইরে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে দেওয়া এক আবেগঘন ভাষণে মামদানি বলেন, “আমি আর ছায়ার ভেতরে নিজের পরিচয় লুকিয়ে রাখব না—আমি নিজেকে আলোয় খুঁজে পাব।”

“আমাদের শেখানো হয়েছিল চুপ থাকতে”

বক্তব্যে তিনি উল্লেখ করেন, ৯/১১ ঘটনার পর নিউইয়র্কে মুসলমানদের ওপর যে মানসিক চাপ তৈরি হয়, তার প্রভাব তার পরিবারও অনুভব করেছে। তিনি বলেন, “আমার খালা একদিন পাতাল রেলে হিজাব পরে হামলার শিকার হন। সেই ভয় তাকে আর কখনো সাবওয়েতে যেতে দেয়নি।”

মামদানি জানান, রাজনীতিতে প্রবেশের সময় তার এক আত্মীয় পরামর্শ দিয়েছিলেন—ধর্মীয় বিশ্বাস প্রকাশ্যে না আনতে। “এমন পরামর্শ অনেক মুসলিমকেই দেওয়া হয়। কিন্তু এখন সময় এসেছে ভয় নয়, গর্বের সঙ্গে নিজের পরিচয় বহন করার,” বলেন তিনি।

বিরোধীদের সমালোচনার জবাব

ইসরায়েল সরকারের ফিলিস্তিন নীতি নিয়ে সমালোচনা করার পর থেকে মামদানি ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার তীব্র সমালোচনার মুখে পড়েন। কুওমোর এক রেডিও সাক্ষাৎকারে মামদানিকে নিয়ে কটাক্ষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্য বিতর্কের জন্ম দেয়।

মামদানি বলেন, “আমি ভেবেছিলাম, যদি চুপ থাকি, তাহলে হয়তো সবাই আমাকে কেবল একজন আমেরিকান হিসেবে দেখবে। কিন্তু এখন বুঝেছি, আমি যতই পরিবর্তিত হই, তবুও কেউ না কেউ আমার বিশ্বাসের জন্য আমাকে বিচার করবে।”

“আমি বদলাব না—আমার বিশ্বাসও না”

তিনি স্পষ্ট করে বলেন, “আমি কে, আমি কীভাবে খাই, কিংবা আমার ধর্মীয় বিশ্বাস—এসব কিছু আমি পরিবর্তন করব না। বরং এখন থেকে আমি নিজেকে প্রকাশ্যেই গ্রহণ করব।”

তার এই ভাষণ নিউইয়র্কের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে মুসলিমদের আত্মপরিচয় ও সম্মান রক্ষার এক সাহসী ঘোষণা হিসেবে দেখছেন।

চাইলে আমি এটিকে আন্তর্জাতিক নিউজ পোর্টালের উপযোগী সংক্ষিপ্ত ভার্সন (৪০০–৫০০ শব্দে) বা ফিচার রিপোর্ট স্টাইলে (বর্ণনাধর্মী ভাষায়) সাজিয়ে দিতে পারি — কোনভাবে চাই?

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন