

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইয়েল বিশ্ববিদ্যালয় মঙ্গলবার ঘোষণা দিয়েছে, যেসব পরিবারের বার্ষিক আয় ২ লাখ ডলারের কম, তাদের সন্তানরা বিনা টিউশনে পড়ার সুযোগ পাবেন।
সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় উদার আর্থিক সহায়তা প্যাকেজ চালুর পর ইয়েলও এই সিদ্ধান্ত নিল।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হওয়া এই নীতির আওতায়, যেসব পরিবারের আয় ২ লাখ ডলারের কম, তারা টিউশন কাভার করার জন্য পূর্ণ স্কলারশিপ পাবেন।
আর যাদের আয় ১ লাখ ডলারের কম, তাদের ক্ষেত্রে আবাসন ও খাবারসহ সব খরচই সম্পূর্ণ মওকুফ করা হবে।
ইয়েল কলেজের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি ও আর্থিক সহায়তা বিভাগের ডিন জেরেমিয়া কুইনলান বলেন, ইয়েল যে শিক্ষার খরচ সাশ্রয়ী করতে এই গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে, তাতে আমি অত্যন্ত আনন্দিত।
এই ঘোষণার মাধ্যমে আমরা আবারও স্পষ্ট করে বলছি খরচ কখনোই মেধাবী শিক্ষার্থীদের জন্য ইয়েল কলেজে পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াবে না।
বিশ্ববিদ্যালয়ের ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে স্কুলপড়ুয়া সন্তান রয়েছে এমন প্রায় ৫০ শতাংশ পরিবার ইয়েলে শূন্য খরচে পড়াশোনার যোগ্যতা অর্জন করবে।
বর্তমানে ইয়েলের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ৫৬ শতাংশ প্রয়োজনভিত্তিক আর্থিক সহায়তা পায় এবং প্রায় ১,০০০ শিক্ষার্থী সম্পূর্ণ বিনা খরচে ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন। বর্তমানে ইয়েলে পড়াশোনার বার্ষিক ব্যয় প্রায় ৯০ হাজার ডলার।
আন্ডারগ্র্যাজুয়েট আর্থিক সহায়তা বিভাগের পরিচালক কারি ডি-ফোঞ্জো বলেন, ইয়েল সর্বোচ্চ আর্থিক প্রয়োজন রয়েছে এমন শিক্ষার্থীদের সহায়তায় বিশেষ গুরুত্ব দেয়।
উদার স্কলারশিপের পাশাপাশি শিক্ষার্থীদের শীতের পোশাক কেনা, বিদেশে গ্রীষ্মকালীন অভিজ্ঞতা অর্জন এবং হঠাৎ আর্থিক সংকট মোকাবিলায় অতিরিক্ত অনুদানও দেওয়া হয়।
এই ঘোষণাটি এসেছে হার্ভার্ড, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিসহ (এমআইটি) অন্যান্য নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর নিম্নআয়ের শিক্ষার্থীদের জন্য আরও উদার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণার ধারাবাহিকতায়। --
মন্তব্য করুন
