শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও বিধ্বস্ত বিমান
expand
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও বিধ্বস্ত বিমান

ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি বিমান দুর্ঘটনায় রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) শীর্ষ নেতা অজিত পাওয়ার নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তার সঙ্গে থাকা আরও পাঁচজনেরও মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান জরুরি অবতরণের চেষ্টা চালানোর সময় মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বিমানে মোট ছয়জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে বিমানের পাইলট এবং অজিত পাওয়ারের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরাও রয়েছেন।

আজ বারামতি এলাকায় অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেওয়ার কথা ছিল।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে আগুন ও কালো ধোঁয়া উঠছে।

বিমানের বিভিন্ন অংশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।

কী কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে। বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর প্রায় এক ঘণ্টা আগে বিমানটি মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন মহারাষ্ট্র রাজনীতির একজন প্রভাবশালী নেতা। তিনি এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সংসদ সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই।

দুর্ঘটনার সময় শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে সংসদের বাজেট অধিবেশনে অংশ নিতে দিল্লিতে অবস্থান করছিলেন। খবর পাওয়ার পর তারা দ্রুত পুনের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X