শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ৮ আরোহী নিয়ে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত

কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত
expand
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে আটজন আরোহী ছিলেন।

এফএএর তথ্য অনুযায়ী, একটি বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ মডেলের জেট বিমানটি সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে।

রোববার রাত পর্যন্ত বিমানে থাকা আটজনের অবস্থা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

এফএএ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত করবে তারা এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

দুর্ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে প্রবল শীতকালীন ঝড় বয়ে যাচ্ছে, যার ফলে ব্যাপক ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে।

বিমানবন্দরের মুখপাত্র এমি থিবোডো দ্য নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া এক বিবৃতিতে জানান, জরুরি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে কাজ করায় বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে দুর্ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি বলে পত্রিকাটি উল্লেখ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X