

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওয়াশিংটনের হোয়াইট হাউসের কাছাকাছি দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে সব ধরনের আশ্রয় ও অভিবাসন–সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম থামিয়ে দিয়েছে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)–এর প্রধান জোসেফ এডলো শুক্রবার এক্স–এ জানান, বিদেশি নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত আশ্রয়ের কোনও আবেদন অনুমোদন করা হবে না।
সিবিএসের খবরে বলা হয়েছে, ইউএসসিআইএস কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে–আবেদনকারীদের ফাইল যাচাইয়ের কাজ করা গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে। নিয়মটি বিশ্বের সব দেশের নাগরিকদের জন্যই প্রযোজ্য হবে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উন্নয়নশীল দেশগুলো থেকে অভিবাসী গ্রহণ বন্ধের ঘোষণা দেন। যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবুও তার সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়বে বলেই ধারণা বিশ্লেষকদের। জাতিসংঘ–সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে এ নীতির বিরোধিতা করেছে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতিকে কঠোর করার উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প। বহু বিদেশিকে ফেরত পাঠানোর পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে জন্ম হচ্ছে এমন শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব সুবিধা বাতিলেরও উদ্যোগ নিয়েছেন।
সূত্র: সিবিএস
মন্তব্য করুন
