বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন ইস্যুতে সমঝোতা এগোতে ট্রাম্পের বিশেষ দূত রাশিয়ায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম
পুতিন ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ
expand
পুতিন ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কো পাঠানোর ঘোষণা দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার দায়িত্বই মূলত তার ওপর অর্পিত হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, সমঝোতা নিয়ে বেশ কিছু বিষয়ে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে এবং অল্প কিছু ভিন্নমতই এখনো রয়ে গেছে। তবে ট্রাম্পের দাবির সঙ্গে ইউরোপীয় নেতারা পুরোপুরি একমত নন। অন্যদিকে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলাও চলমান।

ট্রাম্প আরও জানান, আলোচনায় অগ্রগতি হলে তিনি পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি—দুজনের সঙ্গেই পর্যায়ক্রমে সাক্ষাৎ করতে চান। তবে সেটি চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার পরই হবে।

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র যে ২৮ দফার প্রাথমিক রূপরেখা দিয়েছিল, তা মস্কোর স্বার্থে ঝুঁকে আছে—এমন অভিযোগ উঠেছিল। পরে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতায় এ পরিকল্পনার ইউক্রেনপন্থী একটি সংশোধিত সংস্করণ তৈরি করা হয়। এ সংস্করণের সঙ্গে পরিচিত এক কর্মকর্তা দাবি করেছেন, নতুন পরিকল্পনাটি আগের চেয়ে অনেক ভারসাম্যপূর্ণ।

তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি স্পর্শকাতর বিষয়ে মতপার্থক্য এখনো বহাল রয়েছে।

ট্রাম্পের প্রথম পরিকল্পনা নিয়ে জেনেভায় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের বৈঠকের পর থেকেই আলোচনার তীব্রতা বেড়েছে। মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন ও রুশ প্রতিনিধির মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আবুধাবিতে।

এ ছাড়াও ইউক্রেনের পক্ষে থাকা প্রায় ৩০টি দেশের একটি জোট মঙ্গলবার অনলাইনে বৈঠক করেছে, যেখানে সম্ভাব্য চুক্তি নিয়ে মতবিনিময় হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন