বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৮০ বছর বয়সেও ৩০ বছরের মতোই প্রাণবন্ত আমি: লুলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম
ব্রাজিলের প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা
expand
ব্রাজিলের প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু।

ইন্দোনেশিয়া সফরকালে বৃহস্পতিবার লুলা বলেন, বয়স তার রাজনৈতিক উদ্যমকে কোনোভাবেই কমাতে পারেনি।

তিনি বলেন, আমার বয়স ৮০ হলেও আমি এখনো ৩০ বছরের মতোই প্রাণবন্ত ও কর্মক্ষম। আমি চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করব।

রসিকতার সুরে তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোকে উদ্দেশ করে আরও বলেন, আমি এটা বলছি কারণ আমাদের সামনে আরও অনেকবার দেখা হবে।

ব্রাজিলের সংবিধান অনুসারে, একজন প্রেসিডেন্ট পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। তবে বিরতির পর পুনরায় প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন লুলা। এরপর ২০২৩ সালে তিনি আবারও নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট পদে আসীন হন। ফলে তিনি আরেকবার নির্বাচনে অংশ নেওয়ার বৈধ সুযোগ পাচ্ছেন।

বর্তমানে এশিয়া সফরে রয়েছেন ব্রাজিলের এই অভিজ্ঞ নেতা। ইন্দোনেশিয়া সফর শেষে তিনি মালয়েশিয়ায় যাবেন, যেখানে আসিয়ান সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

লুলা দা সিলভা ব্রাজিলের রাজনীতিতে বামপন্থী ধারার প্রতীক হিসেবে পরিচিত। দেশের শ্রমিক আন্দোলন থেকে উঠে আসা এই নেতা সামাজিক ন্যায়বিচার, দারিদ্র্য হ্রাস ও উন্নয়নমুখী নীতির জন্য দেশ-বিদেশে পরিচিতি পেয়েছেন।

৮০ বছর বয়সেও নতুন করে নির্বাচনী লড়াইয়ের ঘোষণা দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন—বয়স নয়, দৃষ্টিভঙ্গিই রাজনীতিতে সবচেয়ে বড় প্রেরণা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন