

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চীন ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হলো বেইজিংয়ের বিখ্যাত গ্রেট ওয়ালের বাদালিং অংশে আয়োজিত প্রথম যৌথ ফ্যাশন শোর মাধ্যমে।
রোববার অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বেইজিংয়ে অবস্থিত পাকিস্তান দূতাবাস ও চায়না ইন্টারন্যাশনাল কালচারাল কমিউনিকেশন সেন্টার (সিআইসিসিসি)। পুরো আয়োজনটি কিউরেট করেন ‘রিওয়ায়াত’-এর আদনান আনসারি।
এতে উপস্থিত ছিলেন চীনের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী নেতারা।
ফ্যাশন শোতে পাকিস্তানের বিশিষ্ট ডিজাইনার মাহিন খান, মঈজ্জম আব্বাসি, আয়েশা তারিক, রিজওয়ানুল্লাহ এবং জাইন হাশমির পোশাক প্রদর্শিত হয়। চীনের পক্ষ থেকে অংশ নেন ডিজাইনার লিয়াং সুইয়ুন। গয়না সরবরাহ করেন চীনে অবস্থানরত পাকিস্তানি ব্যবসায়ী আকিল চৌধুরী। দুই দেশের মডেলরা র্যাম্পে হাঁটেন, যেখানে ফুটে ওঠে পাকিস্তান ও চীনের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের নান্দনিক মেলবন্ধন।
চায়না ইন্টারন্যাশনাল কালচারাল কমিউনিকেশন সেন্টারের চেয়ারম্যান লং ইউসিয়াং বলেন, এই ফ্যাশন শো শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি দুই দেশের কৌশলগত ও সর্বাবহাওয়ায় স্থিতিশীল বন্ধুত্বের প্রতিফলন।
অন্যদিকে, চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিল হাশমি বলেন, এই ফ্যাশন শো প্রাচীন সিল্ক রোডের ‘জীবন্ত চেতনার’ প্রতীক, যা আধুনিক সময়ে শিল্প, ফ্যাশন ও বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
তিনি আরও জানান, এই আয়োজন দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করবে।
রাষ্ট্রদূত উল্লেখ করেন, এই আয়োজনের সময়কালও বিশেষ তাৎপর্যপূর্ণ— কারণ এটি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খানের একই স্থানে প্রথম সফরের ৬০তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে।
মন্তব্য করুন
