বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ এএম
হিজবুল্লাহর প্রধান কমান্ডার আব্বাস হাসান কার্কি
expand
হিজবুল্লাহর প্রধান কমান্ডার আব্বাস হাসান কার্কি

দক্ষিণ লেবাননে এক ড্রোন হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্ট সদর দপ্তরের লজিস্টিক প্রধান কমান্ডার আব্বাস হাসান কার্কি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দাবি জানায়।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, ভোরের দিকে দক্ষিণ লেবাননের নাবাতিহ অঞ্চলের তুল শহরের কাছাকাছি একটি সড়কে গাড়ি চালানোর সময় কার্কির ওপর লক্ষ্যভেদী ড্রোন হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে আব্বাস কার্কি হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টে সামরিক সক্ষমতা পুনর্গঠনের নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধকালীন ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি অস্ত্র স্থানান্তর ও সংরক্ষণের সমন্বয় করাসহ সংগঠনের একাধিক উচ্চপর্যায়ের দায়িত্বও পালন করছিলেন।

আইডিএফ দাবি করেছে, কার্কির এসব কর্মকাণ্ড ইসরাইল ও লেবাননের মধ্যে বিদ্যমান সমঝোতা চুক্তির সরাসরি লঙ্ঘন।

অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের তুল এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে হিজবুল্লাহ কমান্ডার কার্কি রয়েছেন কি না, সে বিষয়ে মন্ত্রণালয় বা হিজবুল্লাহ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে লেবানন সীমান্তে ইসরাইলি হামলার পর উভয় দেশের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে, যা ২০২৪ সালের সেপ্টেম্বর নাগাদ পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৪ হাজার নিহত, ১৭ হাজারের বেশি আহত, এবং ১৪ লাখেরও বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের নভেম্বর মাসে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই চুক্তি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির মধ্যে ইসরাইলের সেনাদের দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার করার কথা ছিল।

তবে এখনো তারা আংশিকভাবে কিছু সীমান্তচৌকিতে অবস্থান বজায় রেখেছে এবং প্রায় প্রতিদিনই সীমান্ত এলাকায় বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন