

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হাতে থাকা শেষ ১৩ ইসরায়েলি জিম্মিকেও আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে।
এর মাধ্যমে নিশ্চিত হলো, হামাসের নিয়ন্ত্রণে আর কোনো জীবিত ইসরায়েলি বন্দি নেই।
এর আগে সোমবার (১৩ অক্টোবর) সকালে প্রথম ধাপে ২০ জন জীবিত জিম্মির মধ্যে ৭ জনকে মুক্তি দিয়েছিল হামাস। পরে দ্বিতীয় দফায় বাকি ১৩ জনকেও রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়। এই তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
তবে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) বা রেড ক্রসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। একইভাবে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি সম্পর্কেও কোনো সরকারি ঘোষণা আসেনি।
এদিকে দিনটি ছিল কূটনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। সোমবারই ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে পৌঁছান। গাজা যুদ্ধ বন্ধে বৈশ্বিক সমন্বয় গড়তে তিনি মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেবেন বলেও জানা গেছে।
বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছে ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশে বলেন, আজটা এক ঐতিহাসিক দিন হয়তো ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভালো দিনগুলোর একটি।
জবাবে নেতানিয়াহু বলেন, হ্যাঁ, এটা সত্যিই ইতিহাস।
সূত্র: টাইমস অব ইসরায়েল
মন্তব্য করুন
