

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।
বুধবার (২৩ জানুয়ারি) গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় সাংবাদিকদের বহনকারী একটি যান লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে একজন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির সঙ্গে যুক্ত ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন।
বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আল-জাহরা এলাকায় চালানো ওই হামলায় ঘটনাস্থলেই তিন সাংবাদিকের মৃত্যু হয়।
পরে তাদের মরদেহ মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়। এই তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নিহত সাংবাদিকদের পরিচয় পাওয়া গেছে মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম হিসেবে।
তাদের মধ্যে শাআত এএফপির সঙ্গে ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করতেন। তবে হামলার সময় তিনি সংস্থাটির কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পালন করছিলেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, মধ্য গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন ‘সন্দেহভাজন ব্যক্তিকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, ওই ড্রোনটি তাদের জন্য তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি তৈরি করছিল। এজন্য নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করেই হামলাটি পরিচালনা করা হয়। তবে ড্রোনটির সঙ্গে হামাসের সম্পৃক্ততা কীভাবে প্রমাণিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি ইসরাইলি বাহিনী।
এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছিল, আল-জাহরা এলাকায় একটি বেসামরিক যান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় সাংবাদিকরা একটি মিশরীয় ত্রাণ সংস্থার সহায়তা বিতরণের দৃশ্য ধারণের জন্য ড্রোন ব্যবহার করছিলেন।
মন্তব্য করুন

