

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির এক হামলায় দেশটির সেনাবাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে প্রবাসভিত্তিক সংবাদমাধ্যম ‘দি ইরাবতী’। স্থানীয় সামরিক সূত্রের তথ্য উদ্ধৃত করে গণমাধ্যমটি জানায়, কিয়াকফিউ টাউনশিপে শনিবার অগ্রসরমান জান্তা বাহিনীর ওপর আকস্মিক আক্রমণ চালানো হয়।
থাইং চাউং তাউং সামরিক ঘাঁটি দখলের পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘাঁটিটির কাছে চীনের কয়েকটি বড় প্রকল্প থাকায় এলাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আরাকান আর্মি মিনপিন গ্রামের পথে বিস্ফোরক পুঁতে রেখে পিছু হটে যায়। সেনারা পরিস্থিতি স্বাভাবিক মনে করে অগ্রসর হলে গুলি ছুড়ে হামলা চালানো হয়। এতে বহু সেনা হতাহত হয়েছে, নিহতের সংখ্যা প্রায় ৩০ বলে ধারণা। স্থানীয়দের বরাতে বলা হয়, সৈন্যরা বিশ্রাম নেওয়ার সময় ও ছবি তোলার মুহূর্তে হামলার মুখে পড়ে।
এ ঘটনায় মিনপিনসহ আশপাশের বসতি থেকে লোকজন নিরাপত্তার জন্য স্থানত্যাগ করেছে। কিয়াকফিউ শহরে খাদ্য ও চিকিৎসাসামগ্রী সংকট দেখা দিয়েছে। সংঘর্ষ বেড়ে যাওয়ায় সেনা ও নিরাপত্তা টহল বাড়িয়েছে সরকার ও জান্তা প্রশাসন। একই সঙ্গে বিমান ও নৌবাহিনীর অভিযানের কারণে শরণার্থীর সংখ্যা আরও বাড়ছে।
মন্তব্য করুন
