বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

'সাবধান, সামান্য উসকানি দিলেও কঠিন জবাব'

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পিএম
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির
expand
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আবারও ভারতের দিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন — পারমাণবিক পরিবেশে যুদ্ধ অনুচিত হলেও সামান্য উস্কানিতে তারা সিদ্ধান্তহীন হবে না এবং কঠোর প্রতিক্রিয়া দিতে পারবে, এমন বার্তা দিয়েছেন তিনি।

আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অ্যাবোটাবাদের পিএমএতে শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত পাসিং আউট অনুষ্ঠানে এই বক্তব্যটি দেন তিনি।

প্রসঙ্গভিত্তিক বক্তব্যে মুনির বলেন, যদি নতুনভাবে সংঘাত শুরু হয়, পাকিস্তানের প্রতিক্রিয়া কেবল কড়া নয় — তা শত্রুর কল্পনারও বাইরে গিয়ে তাদের নিরাপত্তা ভাবনা নস্যাৎ করে দেবে।

তিনি বলেন, পাকিস্তানের পক্ষ থেকে কোনো আগ্রাসী মনোভাব দেখা না গেলেও প্রতিরক্ষা ও প্রতিশোধে দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। এছাড়া তিনি ভারতের সামরিক কৌশল ও নীতিকে ‘কৌশলগত অন্ধত্ব’ হিসেবে মূল্যায়ন করেন এবং বলেন, যদি কোনো পক্ষ আধিপত্যবাদী পরিকল্পনায় এগোও, পাকিস্তান সাড়া দেবে এবং জয়লাভ করবে।

মুনির তার ভাষণে মে মাসে পরিচালিত সামরিক অভিযানের কথা উল্লেখ করে বলেন, অপারেশন বুনিয়ান-উন-মারসুস আমাদের বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার প্রমাণ।

তিনি আরও দাবি করেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী নানা যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং সক্ষমতা প্রদর্শন করেছে।

আফগানিস্তান প্রসঙ্গে তিনি দেশটির মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সংগঠিত বা প্রক্সি হামলার বিষয়ে সতর্ক করে বলেন, পাকিস্তানে কোনোরকম সন্ত্রাসী কার্যকলাপ সহ্য করা হবে না।

যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং তাদের ওপর সামরিক ও অর্থনৈতিকভাবে কষ্টকর প্রভাব পড়বে, সতর্ক করেন তিনি। (সূত্র: জিও নিউজ — অনুবাদ ও পুনর্লিখন)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন