বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সফলভাবে হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম
expand
সফলভাবে হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

পাকিস্তান প্রথমবারের মতো নিজস্ব হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (HS-1) সফলভাবে মহাকাশে পাঠিয়েছে।

চীনের একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়, যা সরাসরি সম্প্রচার করা হয় করাচিতে অবস্থিত পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশনের (SUPARCO) কেন্দ্র থেকে।

সুপারকোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য দেশের বন্যা বা ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিবেশগত পরিবর্তন, নগর পরিকল্পনা এবং অবকাঠামোগত উন্নয়নে এটি সহায়ক হবে।

সুপারকোর এক মুখপাত্র বলেন, এই উৎক্ষেপণ শুধু প্রযুক্তিগত সফলতা নয়, বরং জাতীয় মহাকাশ কর্মসূচির ‘ভিশন ২০৪৭’-এর বাস্তবায়নের পথেও একটি বড় পদক্ষেপ।

এটি ২০২৫ সালে পাকিস্তানের মহাকাশে পাঠানো তৃতীয় স্যাটেলাইট। এর আগে EO-1 ও KS-1 নামের আরও দুটি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং বর্তমানে তারা নির্ধারিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এইচএস-১ স্যাটেলাইটের কার্যক্রম পাকিস্তানকে আধুনিক মহাকাশ প্রযুক্তি ব্যবহারে এগিয়ে নিয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এটি পরিবেশগত নজরদারি ছাড়াও ভূতাত্ত্বিক জরিপ, কৃষি, জলসম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রস্তুতি খাতে ব্যবহারের সুযোগ তৈরি করবে।

এই উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তান মহাকাশ গবেষণায় নতুন প্রযুক্তির এক যুগে প্রবেশ করল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সূত্র: জিও নিউজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন