বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাফা সীমান্ত বন্ধ রাখার ঘোষণা নেতানিয়াহুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম
expand
রাফা সীমান্ত বন্ধ রাখার ঘোষণা নেতানিয়াহুর

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে অন্তত ৪৭ বার চুক্তিভঙ্গ করেছে ইসরাইল, যার ফলে ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এই পরিস্থিতির মধ্যেই গাজার রাফা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন ঘোষণায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে জোর প্রশ্ন উঠেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১০ অক্টোবর চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই ইসরাইলি বাহিনী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে টার্গেট হামলা, গোলাবর্ষণ এবং বেসামরিকদের ওপর গুলি চালানো।

শেজাইয়া, আল-তুফাহ ও যায়তুন অঞ্চলে এখনও মোতায়েন রয়েছে ইসরাইলি সেনারা। খান ইউনিস থেকেও পুরোপুরি সেনা সরানো হয়নি। বেইত লাহিয়া ও বেইত হানুনে সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশও নিষিদ্ধ রাখা হয়েছে।

গাজা মিডিয়া অফিস জানিয়েছে, এসব অভিযানে ট্যাংক, ড্রোন ও সাঁজোয়া যান ব্যবহার করছে ইসরাইলি বাহিনী।

এই পরিস্থিতিতে রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। তাঁর দাবি, “হামাস এখনও সব মৃত জিম্মির মরদেহ ফেরত দেয়নি, তাই সীমান্ত খোলা সম্ভব নয়।

তবে, ফিলিস্তিনি পক্ষ বলছে, এ সিদ্ধান্ত যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। রাফা সীমান্ত আবার চালু করা এবং মানবিক সহায়তা প্রবেশের সুযোগ তৈরি করা ছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত। এর লক্ষ্য ছিল অন্তত মানবিক দিক থেকে গাজার সংকট কিছুটা কমানো।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ইসরাইল রাফা সীমান্ত বন্ধ রাখে, তাহলে জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হবে।

চুক্তির আওতায় শনিবার রাতে আরও দুই ইসরাইলি জিম্মির মরদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। তবে ইসরাইলের একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন ও সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্তে চুক্তির ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মুখে পড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন