রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম
করাচির গুল প্লাজায় আগুন নেভানোর জন্য উদ্ধার ও দমকল বিভাগের কর্মীরা অভিযান চালাচ্ছেন। ছবি: সংগৃহীত
expand
করাচির গুল প্লাজায় আগুন নেভানোর জন্য উদ্ধার ও দমকল বিভাগের কর্মীরা অভিযান চালাচ্ছেন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিংমলে আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে গুল প্লাজা নামে ওই শপিংমলে আগুন লাগে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

আজ রোববার (১৮ জানুয়ারি) সকালের হালনাগাদ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। উদ্ধার অভিযান চলছে।

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, অগ্নিকাণ্ডে তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আজ সকালে করাচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রেজা পাকিস্তানি দৈনিক ডনকে বলেন, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হয়েছে।

নিহত ব্যক্তিদের এ সংখ্যা নিশ্চিত করে উদ্ধারকাজের মুখপাত্র হাসানুল হাসিব খান জানান, আহত হয়েছেন ২০ জন। তিনি বলেন, সকাল পর্যন্ত আগুন প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ওই শপিংমলে ছোট-বড় মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ দোকান রয়েছে। কাপড়, তৈজসপত্র, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সুগন্ধি, প্রসাধনীসহ নানা পণ্য কেনাবেচা হয় সেখানে। এসব পণ্যের কারণে আগুনের তীব্রতা বেড়েছে।

হাসানুল হাসিব খান বলেন, সকালেও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। তিনি আরও বলেন, ভবনটি বেশ পুরোনো। আগুনের কারণে যেকোনো সময় ভবনের কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X