রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ইমরান খানকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ এএম
ইমরান খান ও গওহর আলী খান
expand
ইমরান খান ও গওহর আলী খান

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাজনীতির সমীকরণ থেকে বাদ দেওয়ার ধারণা বাস্তবসম্মত নয়।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গওহর আলীর ভাষায়, ইমরান খান এখনও দেশের একটি বৃহৎ রাজনৈতিক শক্তির শীর্ষ নেতৃত্বে আছেন এবং জনগণের সমর্থন হারাননি।

ইসলামাবাদের পার্লামেন্ট ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পিটিআই প্রতিষ্ঠাতাকে ‘মাইনাস’ করার কথা কল্পনাও করা যায় না।”

তিনি রাজনৈতিক নেতাদের আরও গণতান্ত্রিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কাজ করার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একটি সাক্ষাতের ব্যবস্থা করার অনুরোধ জানান।

তাঁর দাবি- সংলাপ হলে উত্তেজনা কমবে এবং গঠনমূলক আলোচনা এগিয়ে আসবে।

বর্তমান রাজনৈতিক বক্তব্য ও সংবাদ সম্মেলনগুলোকে নেতিবাচক উল্লেখ করে গওহর বলেন, এসব কথাবার্তা কেবল পাকিস্তানের বিরুদ্ধ শক্তিকেই উৎসাহিত করবে।

“যারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা বর্তমান পরিস্থিতিতে নিশ্চিন্ত থাকতে পারে না,” যোগ করেন তিনি। তাঁর মতে, জনগণ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, কিন্তু বিভ্রান্তির কারণে অনেকেই এখন আশা হারাচ্ছে।

এদিকে গত সপ্তাহে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়, যখন আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে ইমরান খানের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন।

তিনি ইমরান খানকে একজন সাবেক প্রধানমন্ত্রী হলেও “মানসিকভাবে অসুস্থ” এবং “জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ” বলে অভিহিত করেন।

এর পরপরই সরকারি মন্ত্রীরা পিটিআইয়ের সঙ্গে আলোচনা সম্ভাবনা নাকচ করে জানান, যে কোনো সংলাপই ইমরান খানকে বাদ দিয়ে হতে হবে।

তথ্যসূত্র: ডন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X