

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের হরমুজ প্রণালি থেকে এক বিদেশি জাহাজ আটক করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। জাহাজটিতে প্রায় ৩ লাখ ৫০ হাজার লিটার চোরাচালানি জ্বালানি ছিল এবং ক্রুদের মধ্যে এক ডজন ভারতীয় সহ মোট ১৩ জন ছিলেন। আটক জাহাজটি পরে বুশেহর বন্দরে নেয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এসওয়াতিনি পতাকাবাহী জাহাজটি হরমুজ প্রণালিতে অবৈধ জ্বালানি পরিবহনের সময় আটক করা হয়েছে। স্থানীয় কমান্ডারের বরাতে বলা হয়েছে, জাহাজের ১৩ জন ক্রুর মধ্যে ১২ জন ভারতীয় এবং একজন প্রতিবেশী দেশের নাগরিক।
এর আগে, চলতি মাসের শুরুতে আইআরজিসি মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী আরেকটি তেলবাহী জাহাজ আটক করেছিল। পরে সেটি ও ২১ নাবিক মুক্তি পায়। ফার্স সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, জাহাজটি ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল এবং এই অবৈধ চালানে জড়িত ব্যক্তি বা কোম্পানি ইরানি নাগরিক।
ফার্স জানিয়েছে, জাহাজ আটক করার পেছনে কোনো আন্তর্জাতিক রাজনৈতিক উদ্দেশ্য নেই; এটি স্থানীয় আইন প্রয়োগের অংশ।
সূত্র: রয়টার্স
মন্তব্য করুন

