

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ আবারও ভূমিকম্পের প্রবণতা অনুভব করল।
শনিবার ভোরে লোরালাইসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় হালকা ভূকম্পন সৃষ্টি হলে স্থানীয় বাসিন্দাদের মাঝে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পন টের পাওয়ামাত্রই অনেকে ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসে।
জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানায়, কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। -খবর জিও নিউজ।
ভূমিকম্প পর্যবেক্ষণ দপ্তরের তথ্য অনুযায়ী, কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৪। এর উৎসস্থল ছিল লোরালাই শহরের দক্ষিণ-পূর্বে প্রায় ২৩ কিলোমিটার দূরে। প্রাথমিক অনুসন্ধানে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার সিবি এলাকায় রেকর্ড করা হয়েছিল ৩.১ মাত্রার ভূমিকম্প। ধারাবাহিক এই ছোটখাটো কম্পনগুলোতে বড় ধরনের বিপর্যয় না ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
চলতি মাসের শুরুর দিকেও জিয়ারাত অঞ্চলে একাধিক ভূকম্পন অনুভূত হয়। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) পরিচালিত এনএসএমসি তখন জানিয়েছিল, ৫ মাত্রার একটি ভূমিকম্প কোয়েটার উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে। তবে সেখানেও কোনো ক্ষতি হয়নি।
২০০৮ সালে জিয়ারাতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্প এখনও স্থানীয়দের স্মৃতিতে তাজা। সেই ঘটনায় ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারান এবং অন্তত ৫০০ জন আহত হন। পুরো গ্রামজুড়ে বাড়িঘর ও সরকারি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়, আর প্রায় ১৫ হাজার মানুষকে ঘরছাড়া হতে হয়।
ভূমিকম্পপ্রবণ অঞ্চলের পাশে অবস্থান করায় বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই ভূমিকম্প ঝুঁকির মুখে আছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন।
মন্তব্য করুন
