মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাসহ নিহত ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল
expand
একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের ঘনবসতিপূর্ণ দাহিয়েহ এলাকায় ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর একজন উচ্চপদস্থ নেতাসহ পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পরে হিজবুল্লাহও নিজেদের শীর্ষ নেতার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে।

ইসরাইল দাবি করে, হামলায় প্রাণ হারানো হিজবুল্লাহ নেতার নাম হাইথাম আলী আল-তাবতাবাই। তিনি সংগঠনের ‘চিফ অব স্টাফ’ পদে দায়িত্ব পালন করছিলেন।

এ অবস্থানটি হিজবুল্লাহ নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ পদ হিসেবেই পরিচিত। আরব নিউজের এক রিপোর্টে তাকে সংগঠনের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, হামলায় মোট ৫ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। একটি আবাসিক ভবনে সরাসরি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়, ফলে হতাহত বেড়ে যায়।

হিজবুল্লাহ বলছে, এই হামলার মাধ্যমে ইসরাইল ‘গুরুতর একটি সীমা অতিক্রম করেছে।’ সংগঠনটির দাবি, চলমান যুদ্ধবিরতির সময় এমন আক্রমণ স্পষ্টভাবে উসকানিমূলক পদক্ষেপ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কয়েক মাস শান্ত পরিস্থিতি থাকার পর দক্ষিণ বৈরুতে এই প্রথম বড় ধরনের হামলা চালালো ইসরাইল।

ইসরাইলি কর্মকর্তাদের অভিযোগ হিজবুল্লাহ নাকি সামরিক সক্ষমতা ফের শক্তিশালী করছে, সীমান্ত দিয়ে অস্ত্র পাচার করছে এবং রকেট-ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরকবাহী ড্রোন তৈরির চেষ্টা বাড়িয়েছে। এসব কারণেই উত্তেজনার মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য তাদের।

তথ্য: বিবিসি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন