শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে আগুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
expand
মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে আগুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রসিদ্ধ পেট্রোনাস কমপ্লেক্সের কেএলসিসি টাওয়ার ৩–এর একটি রেস্টুরেন্টে শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অগ্নিনির্বাপক বাহিনী দ্রুত ব্যবস্থা নিলে কেউ হতাহত হননি।

সেন্টুল ফায়ার অ্যান্ড রেসকিউ প্রধান মোহাম্মদ হাফিজান হাসান জানান, সকাল ৬টা ৪১ মিনিটে জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি স্টেশন—সেন্টুল, জালান তুন রাজাক এবং জালান হাং তুয়া থেকে মোট ৩৫ জন অগ্নিনির্বাপক ঘটনাস্থলে পৌঁছান। মাত্র দুই ঘণ্টার মধ্যে, সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, রেস্টুরেন্টটি তখন বন্ধ ছিল এবং ভেতরে কোনো কর্মী বা গ্রাহক উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটিই সম্ভবত আগুনের কারণ, তবে বিস্তারিত তদন্তের জন্য রেস্টুরেন্টটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

ঘটনার প্রাথমিক পর্যায়ে নিরাপত্তার কারণে টাওয়ার ৩–এর প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যদিও কেএলসিসি কমপ্লেক্সের আশপাশের এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পুলিশ দর্শনার্থীদের বিকল্প পথে নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টাওয়ার ৩–এর উপরের অংশ থেকে কালো ধোঁয়ার উড়ান। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে কুয়ালালামপুরবাসীর মধ্যে স্বল্প সময়ের জন্য উদ্বেগ তৈরি করে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবনের নিরাপত্তা যাচাইয়ের জন্য পরিদর্শন চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন