

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্র কখনওই নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়; বরং ভূমিনির্বাচন ও আগ্রাসন সম্প্রসারণকে সমর্থন করে। তিনি শুক্রবার (৩১ অক্টোবর) বৈরুতের দাহিয়ায় অনুষ্ঠিত স্থানীয় খাদ্য ও সাংস্কৃতিক মেলা ‘আরদি’ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন—খবর মেহের নিউজ।
শেখ কাসেম বলেন, দক্ষিণ লেবাননের মানুষ শাসন ও সার্বভৌমত্ব রক্ষায় যে দৃঢ়তা দেখিয়েছে, তাতে তাদের ত্যাগ সবার জন্য প্রেরণাদায়ক।
তিনি আরো বলেন , কৃষি ক্ষেত্রে সরকারের বিনিয়োগ অত্যন্ত নগণ্য—রাষ্ট্রীয় বাজেটের মাত্র ০.৪৫ শতাংশই কৃষিক্ষেত্রে ধান্যান্তরে রাখা হয়—যা সমস্যার বহিঃপ্রকাশ।
ওয়াশিংটনকে কড়া ভাষায় সমালোচনা করে মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র কখনওই আমাদের উপর বা লেবাননের সেনাবাহিনীর ওপর ইসরাইলের হামলার বিষয় নিন্দা করে না।” তিনি দাবি করেন, এরকম অবস্থানই আগ্রাসনকে উৎসাহিত করে।
শেখ কাসেম আরো বলেন, ইসরাইল যদি সাময়িকভাবে কোনো অঞ্চল দখলও করে, তা দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারবে না; লেবাননের জনগণ ও সশস্ত্র প্রতিরোধ বাহিনী তাদের ভূমি ফিরিয়ে আনবে—এ কথা স্পষ্ট করে তিনি উল্লেখ করেন।
লেবাননের বর্তমান নিরাপত্তাসংকট প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে পরিচয় দিলেও তার কার্যকলাপ প্রকৃতপক্ষে বৈরিত—তারা আগ্রাসনকে সমর্থন ও প্রসারিত করতে চায়।” তিনিই অনাথভাবে ঘোষণা করেন, লেবাননের বিরুদ্ধে চাপ বা ভয়ের মাধ্যমে তাদের অবস্থান বদলানো যাবে না; আত্মসমর্পণ বা পরাজয় কখনোই গ্রহণযোগ্য নয়।
এ দিকে, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সিদ্ধান্তকে উল্লেখ করে বলেন, রাষ্ট্রপ্রধান লেবানন সেনাবাহিনীকে দেশের বাধ্যতামূলক প্রতিরক্ষা দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন—যা জাতীয় দায়বদ্ধতার প্রতিফলন।
শেখ কাসেমের এই বক্তব্যে ইঙ্গিত রয়েছে, ভবিষ্যতে হিজবুল্লাহ ও সামরিক ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কড়া অবস্থান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
