

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরব ওমরাহ ভিসা সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন থেকে ওমরাহ ভিসার কার্যকারিতা তিন মাস থেকে কমিয়ে এক মাসে আনা হয়েছে। অর্থাৎ, ভিসা ইস্যুর তারিখ থেকে ৩০ দিনের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন নিয়ম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
তবে সৌদি আরবে প্রবেশের পর অবস্থানকাল পূর্বের মতো তিন মাসই বহাল থাকবে। অর্থাৎ, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে, কিন্তু প্রবেশের পর সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সেখানে থাকা যাবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ না করলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার বলেছেন, গ্রীষ্মের পর শীতল মৌসুম শুরু হচ্ছে। এ সময় পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ পালনকারীর সংখ্যা দ্রুত বাড়ে। বিপুলসংখ্যক যাত্রী আগমনের বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের জুনে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতিমধ্যে চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা গত বছরের পুরো মৌসুমের তুলনায়ও বেশি।
বিশ্লেষকদের মতে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনের আগ্রহ বৃদ্ধি ও ভ্রমণ সুবিধা বৃদ্ধির ফলেই এই রেকর্ড সৃষ্টি হয়েছে। তারা মনে করেন, এই প্রবৃদ্ধি বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ভূমি সফরের প্রতি গভীর আগ্রহের প্রতিফলন।
মন্তব্য করুন
