

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনের প্রতিবাদে অনুষ্ঠিত একটি মোটরসাইকেল মিছিলের পর প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিক্ষোভকারীরা রাত প্রায় ১০টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে কনভয় করে, অনেকে ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের নীতি-বিরোধী স্লোগান দিচ্ছিলেন। তারা ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ বলে শোরগোল তুলেছেন।
পুলিশ মেনারা তাবুং হাজির কাছে চেকপয়েন্ট স্থাপন করে তাদের আটক করে। এরপর মোটরসাইকেল চালকদের এবং অংশগ্রহণকারীদের জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, যেখানে যানবাহনও জব্দ করা হয়।
এর আগে ট্রাম্পের সফর-বিরোধী প্রায় ৭০০ মানুষ দূতাবাসের সামনে সমাবেশে অংশ নিয়েছিলেন। তারা ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ এবং ‘Go Home Trump’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। সমাবেশের সময় ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল পুলিশ মোতায়েন ছিল।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ২৭ সেপ্টেম্বর ট্রাম্পকে ৪৭তম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজায় সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে।
পুলিশ জানিয়েছে, আগামীকাল আমপাং পার্ক এমআরটি স্টেশনের কাছে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ অনুমোদিত নয়।
কুয়ালালামপুর পুলিশ প্রধান ফাদিল মারসুস বলেন, গোয়েন্দা তথ্য ও যৌথ নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে ওই স্থানটিকে বিক্ষোভের জন্য অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন
