

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া পর্নোগ্রাফিক ভিডিওর মাধ্যমে রাজনীতিবিদদের ব্ল্যাকমেইলের অভিযোগে তদন্ত শুরু করেছে মালয়েশিয়া সরকার।
এ ঘটনায় যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিলসহ অন্তত ১০ জন এমপি ও রাজনৈতিক নেতা হুমকি পেয়েছেন।
হুমকিদাতারা প্রেরিত ইমেলে জানিয়েছে, এক লাখ মার্কিন ডলার না দিলে ভুক্তভোগীদের মুখের ছবি ব্যবহার করে বানানো এআই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রী ফাহমি নিশ্চিত করেন, যাদের টার্গেট করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক অর্থনীতিমন্ত্রী ও পান্ডান আসনের এমপি রাফিজি রামলি, সুবাংয়ের এমপি ওং চেন, সুঙ্গাই পেটানির এমপি তৌফিক জোহারি এবং উপ-যুব ও ক্রীড়া মন্ত্রী আদম আদলি।
এছাড়া সেলাঙ্গরের নির্বাহী কাউন্সিলর নাজওয়ান হালিমি, ফাহমি নাগাহ, সিনেটর মনোলান মোহাম্মদ এবং কুলিমের অ্যাসেম্বলিম্যান ওং চিয়া জেনও হুমকির তালিকায় আছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ডেপুটি প্ল্যান্টেশন ও কমোডিটি মন্ত্রী চ্যান ফং হিন, তাসেক গেলুগর আসনের এমপি ওয়ান সাইফল ওয়ান জান এবং বাঙ্গির এমপি স্যাহরেদজান জোহানও একই ধরনের ব্ল্যাকমেইল ইমেল পেয়েছেন।
সাবেক অর্থনীতিমন্ত্রী রাফিজি রামলি এবং সুবাং এমপি ওং চেন জানান, তাদের পাওয়া ইমেলে অর্থ পরিশোধের জন্য একটি কিউআর কোডও দেওয়া ছিল।
এ বিষয়ে অভিজ্ঞ এমপি ওং চেন বলেন, তিনি এর আগে কখনো এতটা নিরাপত্তাহীনতার মধ্যে পড়েননি। তার ভাষায়, “বিরোধী দলে থাকার সময়ও এমন ঝুঁকি অনুভব করিনি, অথচ এখন ক্ষমতাসীন জোটের এমপি হয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি।”
মন্তব্য করুন
