

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা শহরের বেটা-১ সেক্টরের একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশি এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় পুলিশ জানায়, মৃত যুবকের নাম শাহরিয়ার, ডাকনাম মনু বিপারা (২২)। তিনি সিরাজগঞ্জ জেলার বাসিন্দা এবং নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন।
পুলিশের বরাত দিয়ে অনলাইন মিডিয়া জানিয়েছে, রবিবার স্থানীয়দের একটি ঘরে যুবকের আত্মহত্যার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘরটি ভিতর থেকে তালাবদ্ধ ছিল।
বাড়িওয়ালা জানালার ফাঁক দিয়ে শাহরিয়ারের ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পান। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর শাহরিয়ার রুপা নামের এক নারীর সঙ্গে ওই বাসায় ওঠেন। রুপার বাড়ি বিহারের নার মধ্যুবনী এলাকায়। তারা নিজেদেরকে দম্পতি পরিচয় দিয়ে মাসিক ৮,০০০ রুপিতে ঘর ভাড়া নেন। ১৭ নভেম্বর তারা বাসায় ওঠেন।
বাড়িওয়ালা জানান, রুপা ২১ নভেম্বর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। সেই দিন সন্ধ্যার পর থেকে শাহরিয়ারের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল, যা সন্দেহ সৃষ্টি করে।
নয়ডা পুলিশ স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিনোদ কুমার জানান, ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার নোট পাওয়া যায়নি।
রুপার হঠাৎ চলে যাওয়া এবং শাহরিয়ারের ফোন বন্ধ থাকা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে তদন্ত চলছে। মৃতের পরিবারকে বাংলাদেশে খবর দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
