

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদেশি নাগরিকদের জন্য আবাসন (ইকামা) ও ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আন করেছে কুয়েত সরকার। নতুন নীতিতে ইকামা নবায়ন, ভিসার শর্ত, নির্বাসন নীতি এবং অভিবাসন–সংক্রান্ত বিভিন্ন সেবার ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন আইন দেশটিতে বসবাসকারী প্রবাসীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, ইকামার মেয়াদ আর পাসপোর্টের মেয়াদের সঙ্গে যুক্ত থাকছে না। পাসপোর্টের মেয়াদ কম থাকলেও নবায়ন করা যাবে, তবে আবেদনের সময় পাসপোর্টে কমপক্ষে ছয় মাসের বৈধতা থাকতে হবে।
সংস্কারকৃত নীতিমালা অনুযায়ী সাধারণ আবাসিক ইকামার সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর। কুয়েতি নারী ও সম্পত্তির মালিকদের বিদেশি সন্তানদের জন্য এই মেয়াদ ১০ বছর এবং বিনিয়োগকারীদের জন্য ১৫ বছর নির্ধারিত হয়েছে। একই সঙ্গে ইকামা নবায়নের ফি দ্বিগুণ করা হয়েছে। সরকারি-বেসরকারি খাতের কর্মী, বিদেশি ছাত্র ও ধর্মযাজকদের জন্য নবায়ন ফি ২০ দিনার, বিনিয়োগকারী ও রিয়েল এস্টেট মালিকদের জন্য বছরে ৫০ দিনার এবং স্ব-স্পনসরশিপ (ধারা ২৪) ইকামার জন্য প্রথমবারের মতো বছরে ৫০০ দিনার ফি নির্ধারিত হয়েছে।
সব ধরনের ভিজিট ভিসার ফি ১০ দিনার করা হয়েছে। সাধারণ ভিজিট ভিসা তিন মাসের জন্য বৈধ থাকবে এবং নবায়নের মাধ্যমে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানো যাবে। মাল্টিপল এন্ট্রি ভিসা এক বছরের জন্য বৈধ হলেও প্রতিবার অবস্থান সর্বোচ্চ এক মাসের মধ্যে সীমিত থাকবে। সরকারি ভিজিট ভিসায় আগত বিশ্ববিদ্যালয় স্নাতক ও অনুমোদিত পেশাজীবী এবং পারিবারিক ভিজিট ভিসাধারীদের নির্দিষ্ট শর্তে ইকামায় রূপান্তরের সুযোগ রাখা হয়েছে।
পারিবারিক ভিসার ক্ষেত্রে ন্যূনতম বেতনসীমা ৮০০ দিনার নির্ধারিত হয়েছে। স্বামী-স্ত্রী বা সন্তানদের স্পনসর করতে প্রবাসীর মাসিক আয়ও হতে হবে কমপক্ষে ৮০০ দিনার। তবে শিক্ষক, প্রকৌশলী, নার্স, সাংবাদিক, ইমাম, ফার্মাসিস্ট, সরকারি গবেষক ও ক্রীড়া কোচসহ কিছু পেশার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
নির্ভরশীলদের ফিতেও বড় পরিবর্তন এসেছে। স্ত্রী-স্বামী ও সন্তানের জন্য বছরে ২০ দিনার, বিনিয়োগকারী ও ধর্মযাজকদের নির্ভরশীলদের জন্য ৪০ দিনার, স্ব-স্পনসরদের পরিবারের সদস্যদের জন্য ১০০ দিনার এবং পিতা-মাতা বা অন্যান্য নির্ভরশীলদের জন্য ফি বাড়িয়ে ৩০০ দিনার করা হয়েছে।
গৃহকর্মী নিয়োগেও নতুন সীমা নির্ধারণ করেছে সরকার। কুয়েতি পরিবার সর্বোচ্চ ৩–৫ জন এবং প্রবাসী পরিবার সর্বোচ্চ ২ জন গৃহকর্মী রাখতে পারবে। কুয়েতিদের জন্য গৃহকর্মীর নবায়ন ফি বছরে ১০ দিনার হলেও প্রবাসীদের জন্য তা ৫০ দিনার করা হয়েছে। অতিরিক্ত কর্মী নিলে ফি আরও বাড়বে।
নতুন আইনে নির্বাসন নীতিও কঠোর করা হয়েছে। প্রবাসীর ইকামা বৈধ থাকলেও আয়ের উৎস না থাকা, স্পনসরের অনুমতি ছাড়া অন্যত্র কাজ করা, গুরুতর অপরাধে দণ্ডিত হওয়া বা জনস্বার্থ ও নিরাপত্তার কারণে যে কোনো প্রবাসীকে মন্ত্রীর নির্দেশে নির্বাসন করা যাবে।
মন্তব্য করুন
