

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অতীতে নির্দিষ্ট স্থানে ‘হাজিরা’ দিলেই মনোনয়ন নিশ্চিত হতো, কিন্তু এনসিপি সে সংস্কৃতি অনুসরণ করছে না।
তিনি জানান, তাদের সম্ভাব্য প্রার্থীরা সরাসরি জনগণের কাছে নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন। দলটি কৃষক, শ্রমজীবী, এমনকি রিকশাচালকদেরও মনোনয়ন বিবেচনায় নিয়েছে।
তাঁর ভাষায়, ‘শাপলা কলি প্রতীককে বিজয়ী করতে জনগণ প্রস্তুত। দেশকে আর জামায়াত-বিএনপির পথে ফেরার সুযোগ দেওয়া হবে না।’
সোমবার (২৪ নভেম্বর) রাতে শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
রবিবার (২৩ নভেম্বর) সকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাৎকার কার্যক্রম উদ্বোধন করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
পাশাপাশি জামায়াতের মোটর শোডাউন বন্ধের ঘোষণা স্বাগত জানালেও আগেই একাধিক শোডাউন করার ঘটনাকে স্মরণ করিয়ে দেন।
সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতিতে সরকারের পদক্ষেপকে প্রশংসা করে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি।
কুমিল্লার দেবীদ্বারে বিএনপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর বংশ পরিচয় নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হওয়াকে এক ধরনের নেতিবাচক প্রবণতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আমাদের বংশ পরিচয় নিয়ে কারও কাছে মাথা নত করি না।’
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একপেশে আচরণ করছে এবং একটি নির্দিষ্ট দলের স্বার্থ বাস্তবায়ন করছে।
তাঁর দাবি, ধর্মীয় চরমপন্থা ও চাঁদাবাজির বিরুদ্ধে এনসিপির অবস্থান দৃঢ় এবং তারা জনগণের শক্তিকে ভরসা করে এগোতে চায়।
একাত্তর ও সাম্প্রতিক সময়ের গণহত্যা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘যে কোনো গণহত্যার বিচারই হতে হবে; ২৪ সালের ঘটনাও তার ব্যতিক্রম নয়।’
পাটওয়ারী জানান, খুব শিগগিরই এনসিপিকে কেন্দ্র করে ‘জনগণের অ্যালায়েন্স’ নামে একটি নতুন রাজনৈতিক জোট গঠিত হতে পারে, যেখানে অন্য দলও যুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
