

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের মহারাষ্ট্রে শানিয়ারওয়াড়া দুর্গে কয়েকজন মুসলিম নারীর নামাজ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ঘটনার পর বিজেপি সাংসদ মেধা কুলকর্ণি এবং তার অনুসারীরা দুর্গ এলাকায় গোমূত্র দিয়ে ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান করেছেন। খবর এনডিটিভি।
শুক্রবার (১৭ অক্টোবর) দুর্গে নামাজের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতের পুরাতত্ত্ব বিভাগ স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।
মেধা কুলকর্ণি বলেন, “শানিয়ারওয়াড়া মারাঠা সাম্রাজ্যের প্রতীক। সেখানে নামাজ পড়া দুঃখজনক ও উদ্বেগজনক।
এটি নামাজের স্থান নয়। আমরা শিব বন্দনা করেছি ও স্থানটি শুদ্ধ করেছি। প্রশাসনকে বিষয়টি কঠোরভাবে দেখার নির্দেশ দেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “যেখানে তারা নামাজ পড়ে, সেই স্থানকে ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করা হয়। হিন্দু সমাজ এখন সতর্ক।”
মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানে বলেন, “শানিয়ারওয়াড়া হিন্দুদের গৌরবের প্রতীক। যদি হিন্দুরা হাজি আলীতে হনুমান চালিসা পড়ে, মুসলমানদেরও কষ্ট লাগে। তাই মসজিদেই নামাজ পড়া উচিত।”
অপরদিকে, এআইএমআইএম মুখপাত্র ওয়ারিস পাঠান বলেন, “কয়েকজন নারী মাত্র ৩ মিনিট নামাজ পড়েছে, এতে সমস্যা কোথায়?
সংবিধানের ২৫ অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। গোমূত্র নয়, মানসিকতা শুদ্ধ করা উচিত।”
পুণে পুলিশ জানিয়েছে, “এটি পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত স্থান। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। দুর্গের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন
