

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করে, তবে দেশটির পণ্যের ওপর ‘বৃহৎ শুল্ক’ আরোপ করা হবে। যদিও এ প্রসঙ্গে ভারতের সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে রাশিয়ার তেল আমদানি বন্ধ করা হবে। ট্রাম্পের ভাষ্য, “তিনি আমাকে বলেছেন, ‘রাশিয়ার তেল নিয়ে আর কিছু করছি না’। কিন্তু যদি তারা এটা চালিয়ে যায়, তাহলে বিশাল শুল্কের মুখোমুখি হবে।”
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার জন্য চাপ ক্রমেই বেড়েছে। ওয়াশিংটনের যুক্তি, এই ধরনের বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধের জন্য অর্থায়ন করে।
এদিকে, ইতোমধ্যেই ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের আগস্টে ট্রাম্প ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করেন, যা টেক্সটাইল থেকে শুরু করে ওষুধসহ বিভিন্ন পণ্যে প্রযোজ্য। তিনি বারবার সতর্ক করেছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে শুল্ক কার্যকর থাকবে বা আরও বাড়ানো হবে।
তবে ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি ভারতের পক্ষ থেকে।
মন্তব্য করুন
