সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে আহত ৭ ভারতীয় সেনাকে হেলিকপ্টারে উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে ভারতের অন্তত সাত সেনা আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় ‘সন্ত্রাসীদের’ সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে সাতজন ভারতীয় সেনা আহত হন। দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা ‘বিদেশি জঙ্গিদের’ বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই সংঘর্ষ ঘটে।

সূত্র জানায়, কিশ্তওয়ারের চাত্রু এলাকার সন্নার অঞ্চলে সেনারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলির সেনারা পাল্টা জবাব দিলে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। আহত সেনাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ‘অপারেশন ত্রাশি-আই’ নামের এ অভিযান শনিবার দুপুরের দিকে শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর জম্মুভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিকল্পিত তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিপক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়।

ভারতীয় প্রশাসনের বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। বেসামরিক প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে।

নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি ঘেরাও ভাঙার চেষ্টা করে কয়েকটি গ্রেনেডও ছোড়ে। এরপর সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও জম্মু ও কাশ্মীর পুলিশের অতিরিক্ত সদস্যদের পাঠিয়ে ঘেরাও আরও জোরদার করা হয়। কিছু সময় ধরে দুপক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলে।

অভিযান দ্রুত শেষ করতে ড্রোনসহ আধুনিক নজরদারি সরঞ্জাম এবং স্নাইফার ডগ মোতায়েন করা হয়েছে। চলতি বছরে জম্মু অঞ্চলে এটি নিরাপত্তা বাহিনী ও ‘জঙ্গিদের’ মধ্যে তৃতীয় সংঘর্ষ। এর আগে ৭ ও ১৩ জানুয়ারি কাঠুয়া জেলার বিলাওয়ার এলাকার কাহোগ ও নাজোটে অরণ্যে পৃথক দুটি সংঘর্ষ হয়।

সূত্র: টাইমস অফ ইসলামাবাদ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X