রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ এএম আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
ভারতের উত্তর গোয়ায় একটি ব্যস্ত বিনোদনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
expand
ভারতের উত্তর গোয়ায় একটি ব্যস্ত বিনোদনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

ভারতের উত্তর গোয়ায় একটি ব্যস্ত বিনোদনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।

রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ও স্থানীয় প্রশাসন ঘটনাটি নিশ্চিত করেন।

স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে জানা যায়, শনিবার রাতের শেষ ভাগে আরপোরা এলাকার ওই ক্লাবে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।

সেখানে অবস্থানরত বেশ কয়েকজন পর্যটকও হতাহতদের মধ্যে রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী সাওয়ান্ত এ ঘটনাকে গোয়া রাজ্যের জন্য “অত্যন্ত মর্মান্তিক দিন” হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বিস্তৃত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের আইনের আওতায় আনার কথা বলেছেন।

সাংবাদিকদের তিনি আরও বলেন, নিহতদের মধ্যে কয়েকজন আগুনে দগ্ধ হয়েছেন, আর বাকি সবাই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ হারিয়েছেন।

তিন–চারজন বিদেশি বা দেশী পর্যটকও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ‘বার্চ বাই রোমিও লেন’ নামে ওই প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং গোয়া পুলিশের মহাপরিচালক অলোক কুমার জানিয়েছেন-সব মরদেহ উদ্ধার সম্পন্ন হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X