রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লুকিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন স্ত্রী, মাঝরাস্তায় প্রেমিকসহ ধরলেন স্বামী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরে স্ত্রীকে প্রেমিকসহ ধরে প্রকাশ্যে মারধরের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের সামনেই এক যুবক তার স্ত্রী এবং তার প্রেমিককে লাঠি–ঘুষি মারতে থাকেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণী প্রেমিককে নিয়ে চুপিসারে আদালতে গিয়ে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন। খবর পেয়ে স্বামী সেখানে পৌঁছে যান। এরপর রাস্তার ধারে স্ত্রী ও তার প্রেমিককে ধরে মারধর শুরু করেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়—রাস্তায় ভিড় জমে গেছে, চারদিকে উত্তেজনা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও স্বামী দুইজনকে বারবার কিল-ঘুষি মারতে থাকেন। পুলিশ একপর্যায়ে প্রেমিককে সরিয়ে নেয়। পরে স্বামী স্ত্রীকে ধরে অন্যদিকে নিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে এরপর কী ঘটেছে তা স্পষ্ট নয়।

ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স (টুইটার) হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতোমধ্যে হাজারো মানুষ ভিডিওটি দেখেছেন ও মন্তব্য করেছেন। কেউ কেউ ঘটনাটিকে পরকীয়ার আরও একটি উদাহরণ হিসেবে তুলে ধরলেও অনেকে বলছেন—মারধর কোনোভাবেই ন্যায্য নয়; স্বামীর উচিত ছিল পুলিশের আশ্রয় নেওয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X