

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের মুম্বইয়ে এক নারী ব্যবসায়ীকে বন্দুক দেখিয়ে নগ্ন করে ভিডিও ধারণ এবং সেই ভিডিও প্রকাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফ্রাঙ্কো-ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রতিষ্ঠাতা জয় জন পাস্কাল পোস্টসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মুম্বই পুলিশের কাছে দেওয়া অভিযোগে ৫১ বছর বয়সী ওই নারী জানান, একটি ব্যবসায়িক আলোচনার কথা বলে জয় জন পাস্কাল পোস্ট তাকে কোম্পানির অফিসে ডেকে নেন। সেখানে গিয়েই তিনি ভয়াবহ হয়রানির শিকার হন। তার দিকে বন্দুক তাক করে জোর করে কাপড় খুলতে বাধ্য করা হয়। এরপর তার নগ্ন অবস্থার ছবি ও ভিডিও ধারণ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এ বিষয়ে মুখ খুললে সেই ছবি–ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন অভিযুক্ত এমডি। এ ঘটনাকে “অপরাধমূলক ভয়ভীতি, যৌন হয়রানি ও হামলা” হিসেবে বিবেচনা করে জয় জন পাস্কাল পোস্টসহ আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা নেয় পুলিশ। ঘটনাটির তদন্ত চলছে।
গত ২৯ নভেম্বর ভারতের কলকাতায় আরেকটি যৌন হেনস্তার ঘটনা ঘটে। রাত ৯টার দিকে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন এক তরুণী। সে সময় একটি গাড়ি তার সামনে এসে থামে। গাড়িতে থাকা তিন ব্যক্তি—যাদের মধ্যে একজন তার পরিচিত—জোর করে তরুণীকে ভেতরে তুলে নেন।
অভিযোগ অনুযায়ী, তাকে জোরপূর্বক মদ্যপান করানো হয়, যেখানে মাদক মেশানো ছিল। এরপর গাড়ির মধ্যেই তিনজন মিলে তাকে যৌন নির্যাতন করে। পরে ময়দানের কাছে ফেলে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।
মন্তব্য করুন

